ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে সহ একই পরিবারের তিন জন নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা এলাকার মৃধাকান্দা চার রাস্তার মোড়ে বালুবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় অটোবাইকের যাত্রী মা-মেয়ে সহ একই পরিবারের তিন জন নিহত হয়েছে। সোমবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার মাঝিরকান্দা এলাকার মৃধাকান্দা চার রাস্তার মোড়ে দ্রুতগামী বালু বোঝাই একটি পিকআপভ্যান চালনাই ব্রীজ থেকে নবাবগঞ্জের দিকে যাচ্ছিলো। এ সময়  একটি অটোরিকশা চালনাই আঞ্চলিক মহাসড়ক থেকে মাঝিরকান্দা ব্রীজের প্বার্শবর্তী বান্দুরার রাস্তায় প্রবেশের জন্য গাড়ি ঘুরানোর চেষ্টাকালে পিকআপের ধাক্কায় দুঘর্টনা ঘটে। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মা-মেয়ে সহ একই পরিবারের তিন জন মারা যায়। গুরুতর আহত অবস্থায় একজনকে নবাবগঞ্জে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পুলিশে খবর দিলে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তবে ঘাতক পিকআপভ্যানের চালক পলাতক রয়েছে।


এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হরগোবিন্দ অনুপ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিন জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়, বাকিরা চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংঙ্কাজনক। নিহত ও আহতরা সবাই উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বাসিন্দা।


এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, সকালে মাঝিরকান্দায় সড়কে দুর্ঘটনা ঘটেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয় মামলা প্রক্রিয়াধীন। গাড়ির চালক পলাতক আছে। আমরা চালককে দ্রুত খুঁজে বের করে সত্যানুসন্ধানের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ads

Our Facebook Page